Fawad-Vaani: পাকিস্তানি হার্টথ্রব ফাওয়াদের বুকে মাথা বলিউডের বানীর, ভাইরাল ছবি ঘিরে চর্চা তুঙ্গে!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে এসে পাকিস্তানের শিল্পীদের উপর একসময় নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। তবে এখন সেই নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। সম্প্রতি শোনা যায় যে আবারও ভারতে ছবির শ্যুটিং করবেন ফাওয়াদ খান (Fawad Khan)। সেই খবরের মাঝেই একটি ছবি ঘিরে চর্চা তুঙ্গে। ছবিতে দেখা যায় ঘাসের ওপরে শুয়ে আছেন পাকিস্তানি হার্টথ্রব অভিনেতা ফাওয়াদ খান। তার বুকের ওপরে মাথা রেখে শুয়ে আছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। ভারতীয় লেখক-পরিচালক আরতি এস বাগদি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি প্রকাশ করেছেন। সেই…