মাছ নয়, নদী থেকে উঠে আসছে ঝাঁকে ঝাঁকে কার্তুজ ! ঘনীভূত রহস্য উত্তর দিনাজপুরের ইসলামপুরে..
উত্তর দিনাজপুর: ইসলামপুরে নদী থেকে উদ্ধার প্রচুর কার্তুজ! প্রায় ৩০-৪০টি কার্তুজ উদ্ধার। নদীর জলে কার্তুজ এল কোথা থেকে? ঘনীভূত রহস্য। মাছের বদলে নদী থেকে উঠে আসছে ঝাঁকে ঝাঁকে কার্তুজ! উত্তর দিনাজপুরের ইসলামপুরের খবরগাঁও এলাকায় এটাই এখন খবর। স্থানীয়দের দাবি, গতকাল সন্ধেয় দোলনচা নদীতে স্নান করতে নেমে কচিকাঁচাদের পায়ে ঠেকে কার্তুজ। প্রায় ৩০-৪০টি কার্তুজ উদ্ধার হয়েছে বলে স্থানীয়দের দাবি। কিন্তু নদীর জলে কার্তুজ এল কোথা থেকে? তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। শহরে অস্ত্র উদ্ধারের তালিকাকে আরও একটু লম্বা করল আনন্দপুর।…