মাছ নয়, নদী থেকে উঠে আসছে ঝাঁকে ঝাঁকে কার্তুজ ! ঘনীভূত রহস্য উত্তর দিনাজপুরের ইসলামপুরে..

মাছ নয়, নদী থেকে উঠে আসছে ঝাঁকে ঝাঁকে কার্তুজ ! ঘনীভূত রহস্য উত্তর দিনাজপুরের ইসলামপুরে..

উত্তর দিনাজপুর: ইসলামপুরে নদী থেকে উদ্ধার প্রচুর কার্তুজ! প্রায় ৩০-৪০টি কার্তুজ উদ্ধার। নদীর জলে কার্তুজ এল কোথা থেকে? ঘনীভূত রহস্য। মাছের বদলে নদী থেকে উঠে আসছে ঝাঁকে ঝাঁকে কার্তুজ!

উত্তর দিনাজপুরের ইসলামপুরের খবরগাঁও এলাকায় এটাই এখন খবর। স্থানীয়দের দাবি, গতকাল সন্ধেয় দোলনচা নদীতে স্নান করতে নেমে কচিকাঁচাদের পায়ে ঠেকে কার্তুজ। প্রায় ৩০-৪০টি কার্তুজ উদ্ধার হয়েছে বলে স্থানীয়দের দাবি। কিন্তু নদীর জলে কার্তুজ এল কোথা থেকে? তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

শহরে অস্ত্র উদ্ধারের তালিকাকে আরও একটু লম্বা করল আনন্দপুর। তাহলে কি এই শহর অস্ত্র পাচারের হটস্পট হয়ে উঠছে? বাড়ছে উদ্বেগ। কোথা থেকে আসছে এই সব বেআইনি অস্ত্র? খতিয়ে দেখছে পুলিশ। শিয়ালদা, বড়বাজারের পর এবার আনন্দপুর। কলকাতায় ফের উদ্ধার হল অস্ত্র।  কিন্তু মুড়ি-মুড়কির মতো এত অস্ত্র আসছে কোথা থেকে? ভিনরাজ্য থেকে, নাকি রাজ্যেই সক্রিয় বেআইনি অস্ত্র কারখানা? বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে যখন একের পর এক অস্ত্রউদ্ধারের ঘটনায় উঠছে, এইসব প্রশ্ন, তখন অনেকেরই মনে পড়ছে গত ১৫ নভেম্বর সন্ধের ঘটনা। অ্য়াক্রোপলিস মলের কাছে বাড়ির সামনে, তৃণমূল কাউন্সিলর ও বরো চেয়ারম্য়ান সুশান্ত ঘোষকে একেবারে সামনে থেকে গুলি করার চেষ্টা করে এক দুষ্কৃতী। কিন্তু, আগ্নেয়াস্ত্র লক যাওয়ায় গুলি বেরোয়নি…প্রাণে বেঁচে যান কাউন্সিলর।

সুশান্ত ঘোষ, কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আনন্দপুর এলাকা তাঁরই ওয়ার্ডের অন্তর্গত।এর আগে গত ১৮ মার্চ, বউবাজার থানা এলাকার নির্মলচন্দ্র স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয় কড়েয়া ও পার্ক সার্কাস এলাকার কুখ্যাত দুষ্কৃতী শেখ শাহনওয়াজ ওরফে সমীরকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শটার, এক রাউন্ড কার্তুজ ও একটি ছুরি। গত ১৬ মার্চ, শিয়ালদা স্টেশনে উদ্ধার হয় ৪টি 7MM পিস্তল, ২টি ওয়ান শটার, ৮ রাউন্ড গুল। মালদার এক বাসিন্দাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF. ধৃতের কাছে একটি ট্রলি ব্যাগে জামাকাপড়ের তলায় লুকোনো ছিল অস্ত্র।

ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ , বড়বাজার থেকে উত্তরপ্রদেশের তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF. উদ্ধার হয় ২টি 7 MM ও 9 MM পিস্তল এবং ১৯ রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করা হয় উত্তরপ্রদেশের নম্বর প্লেটের একটি গাড়ি। ২৭ জানুয়ারি সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে আগ্নেয়াস্ত্র, গুলি-সহ উত্তরপ্রদেশের ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF. উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি।গত বছরের ৯ নভেম্বর শিয়ালদা স্টেশনের কাছে বৈঠকখানা বাজার থেকে ৩টি ওয়ান শটার ও ২টি 7MM পিস্তল ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার হয়। ঝাড়খণ্ডের এক দুষ্কৃতীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF.তাহলে কি এই শহর অস্ত্র পাচারের হটস্পট হয়ে উঠছে? উঠছে প্রশ্ন।

শুধু কলকাতা নয়, লাগাতার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে জেলাতেও। গত ১৫ ফেব্রুয়ারি, জেলার জীবনতলায় প্রায় ২০০টি কার্তুজ উদ্ধার হয়। তদন্তে নেমে বিস্ফোরক ও চাঞ্চল্য়কর তথ্য হাতে আসে রাজ্য পুলিশের STF-এর। জানা যায়, অর্ডন্যান্স ফ্যাক্টরিতে তৈরি কার্তুজ বৈধ দোকান থেকে চলে যাচ্ছে বেআইনি অস্ত্র কারবারিদের কাছে!বিবাদী বাগের অস্ত্র বিপণী থেকে বেআইনিভাবে বিক্রি হয়েছে বন্দুক। সেই ঘটনায় গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে।

(Feed Source: abplive.com)