Waqf Amendment Bill: ওয়াকফ সংশোধনী বিল রুখতে ঐক্যবদ্ধ ইন্ডিয়া জোট, তৈরি এনডিএ! বুধবার উত্তাল হতে পারে লোকসভা

Waqf Amendment Bill: ওয়াকফ সংশোধনী বিল রুখতে ঐক্যবদ্ধ ইন্ডিয়া জোট, তৈরি এনডিএ! বুধবার উত্তাল হতে পারে লোকসভা

২০২৪ সালের অগাস্ট মাসে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল৷ আগামিকাল এই বিলটি লোকসভায় পেশ হওয়ার কথা৷

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ইন্ডিয়া জোটের বৈঠক৷ ছবি- এএনআই

ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সম্মিলিত ভাবে বিরোধিতা করার সিদ্ধান্ত নিল ইন্ডিয়া জোট৷ আগামিকাল ওয়াকফ বিল নিয়ে সংসদে আলোচনার দাবি তুলবে বিরোধীরা৷ সংসদে এই বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোটের শরিক প্রতিটি দল৷

এ দিন ওয়াকফ বিল নিয়ে ইন্ডিয়া জোটের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিরোধী শিবিরের সব দলই ওই বৈঠকে যোগ দিয়েছিল৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন, এই বিল পাস হওয়া রুখে দেবে ইন্ডিয়া জোট৷ ওয়াকফ সংশোধনী বিলকে বিরোধীরা পরাজিত করবে, এমনই দাবি করেছেন তিনি৷

মঙ্গলবারের বৈঠকে কংগ্রেস ছাড়াও তৃণমূল কংগ্রেস, ডিএমকে, এনসিপি সহ বিরোধী শিবিরের সব দলই অংশ নিয়েছিল৷ বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধিও৷ বৈঠক শেষে আত্মবিশ্বাসী খাড়গে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, মোদি সরকারের অসাংবিধানিক এবং বিভাজন সৃষ্টিকারী ওয়াকফ সংশোধনী বিলকে পরাজিত করতে সব বিরোধী দল ঐক্যবদ্ধ হয়েছে এবং সংসদে একসঙ্গে কাজ করবে৷

২০২৪ সালের অগাস্ট মাসে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল৷ আগামিকাল এই বিলটি লোকসভায় পেশ হওয়ার কথা৷ এই বিল নিয়ে মোট আট ঘণ্টা লোকসভায় আলোচনা হওয়ার কথ৷ তার মধ্যে ৪ ঘণ্টা ৪০ মিনিট বলার সময় পাবেন শাসক এনডিএ জোটের সাংসদরা৷ বিরোধী শিবিরের জন্য বরাদ্দ করা হবে ৩ ঘণ্টা ২০ মিনিট৷

বিরোধী শিবির যেমন ওয়াকফ সংশোধনী বিল পাস রুখতে ঐক্যবদ্ধ, সেরকমই বিলের পক্ষে নিজেদের জোটসঙ্গী দলগুলির সমর্থনই ভরসা বিজেপির৷ ফলে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আগামিকাল লোকসভার অধিবেশন উত্তপ্ত হয়ে উঠবে, তা বলাই বাহুল্য৷