Kriti Sanon: হচ্ছেটা কী! এবার ‘রোবট’ হচ্ছেন কৃতি স্যানন
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: একাধিক অসাধারণ চরিত্র উপহার দিয়েছেন সকলকে, সম্প্রতি ‘মিমি’ সিনেমায় তাঁর চরিত্রের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও। কথা হচ্ছে কৃতি স্যাননের। এবার আবারও সকলকে চমক লাগাতে আসছেন তিনি। তিনি বলিউডের প্রথম অভিনেত্রী যে রোবটের ভূমিকায় অভিনয় করছেন। তার আসন্ন ছবি ‘তেরি বাতোঁ মে এইসা উলঝা জিয়া’-তে প্রতিভাবান অভিনেত্রীকে একটি যুগান্তকারী ভূমিকায় দেখতে পাওয়া যাবে। সিফরা নামের একটি রোবটের ভূমিকায় দেখতে পাওয়া যাবে তাঁকে। এই ছবিতে তাঁর পাশাপাশি প্রধান চরিত্রে দেখতে পাওয়া যাবে শাহিদ কাপুরকে। ট্রেলার এবং…