Deadly Landslides Flash Floods: ভয়ংকর বৃষ্টিবন্যা, ভয়াল ধস, ফ্ল্যাশফ্লাডে প্রায় বিভীষিকার মতো পরিস্থিতি! প্লাবনে এখনই মৃত্যু ৪২! পাশের দেশে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এদিকে উত্তরবঙ্গ (North Bengal), ওদিকে নেপাল (Nepal)! পোস্ট-মনসুন (Post-Monsoon)-পর্বে দু’জায়গাতেই ভয়াল অবস্থা। বৃষ্টি, বন্যা, ধস, ফ্ল্যাশফ্লাডে প্রায় বিভীষিকার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে নেপালের পরিস্থিতি উত্তরোত্তর খারাপ হচ্ছে। ২২ থেকে সেখানে মৃতের সংখ্যা একলাফে দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। নেপালে ভারী বৃষ্টিতে (Nepal Heavy Rain) ভূমিধস নেমেছে। আকস্মিক বন্যা ও এই ধসে এখনও পর্যন্ত মোট ৪২ জনের মৃত্যুর ঘটেছে বলে খবর পাওয়া গিয়েছে। বিমান চলাচল ব্যাহত হয়েছে। নেপালে বন্যা নেপালের কিছু অংশ শুক্রবার থেকে প্লাবিত…

)


