Norway First World Cup:হালান্ডের জোড়া গোলের জাদুতে নরওয়ের বিশ্বকাপে প্রথম পদার্পণ, রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে রোনাল্ডো…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব ফুটবলের মঞ্চে আবার একবার ইতিহাস গড়লেন দুই মহাতারকা, আর্লিং হালান্ড ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একদিকে নরওয়ের হয়ে হালান্ডের দুরন্ত জোড়া গোলে ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি, অন্যদিকে রোনাল্ডো ছয় নম্বর বিশ্বকাপে খেলার নজির গড়তে চলেছেন, পর্তুগালের সহজ জয়ে নিশ্চিত হল তাঁদের টিকিট। ইতালির সান সিরোতে ইতিহাস রচনা করল নরওয়ে। ইতালির বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিল তারা। ম্যাচের শুরুতে ইতালি এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে নরওয়ের দুরন্ত প্রত্যাবর্তন। নুসার…
