ঘুরে দাঁড়াল ‘লোকমত’ পত্রিকা, নতুন করে প্রকাশিত হল ফরওয়ার্ড ব্লকের মুখপাত্র
#কলকাতা: বেশ কিছুদিন বন্ধ ছিল। ফের ঘুরে দাঁড়াল ‘লোকমত’ পত্রিকা। ফরওয়ার্ড ব্লকের মুখপাত্র। আপাতত মাসিক পত্রিকা হিসেবেই প্রকাশিত হবে এই পত্রিকা। ভবিষ্যতে এটাকে ডিজিটাল পত্রিকা করার দিকে এগোচ্ছে ফরওয়ার্ড ব্লক। দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানিয়েছেন, “ফরওয়ার্ড ব্লকের বাংলা মুখপাত্র লোকমত আমাদের রাজ্য বহুদিনই চালু হয়েছিল। এমন দিন গেছে নিয়মিত কাগজ বের করা যায়নি। আবার এমন দিনও গেছে সাপ্তাহিক কাগজ বেরিয়েছে। সবটাই করতেন অশোক ঘোষ। কোনও পার্টিকে সংগ্রামী পার্টিতে পরিণত করা যায় না। যতক্ষণ না পর্যন্ত তার ধারাবাহিক পত্রিকা…