Tollywood: শালবনিতে অবৈতনিক বিদ্যালয় গড়ল টিম ‘মানবজমিন’, স্বপ্নপূরণ শ্রীজাত-রানার…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটি স্কুল গড়ে তোলার অঙ্গীকার নিয়েছিল টিম ‘মানবজমিন’(Manobjamin)। গত বছর মুক্তি পেয়েছিল শ্রীজাতর(Srijato) প্রথম ছবি ‘মানবজমিন’। পর্দায় মেয়েদের এক স্কুলের গল্প, পড়াশোনার জন্য তাদের লড়াইয়ের গল্প তুলে ধরেছিল ‘মানবজমিন’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। আর সেই ছবির প্রচারেই মেদিনীপুরে একটি অবৈতনিক বিদ্যালয়ের শিলান্যাস করেছিলেন তাঁরা। প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা যাতে বিনা পয়সায় পড়াশোনা করতে পারে, সেই উদ্যোগেই তৈরি করা হচ্ছিল এই স্কুল। সম্প্রতি প্রযোজক রানা সরকার জানালেন, তাঁদের সেই স্কুল…