ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি, ২০ ট্রিলিয়ন ইউরোর বিশাল বাজারের হাতছানি, কিন্তু পথের কাঁটা অনেক
ABP Live Deep Dive : মার্কিন যুক্তরাষ্ট্রের চোখরাঙানি সত্ত্বেও ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি( India-EU Trade Deal) করছে ইউরোপীয় ইউনিয়ন। ইতিমধ্যেই এক প্রকার খসড়া তৈরি হয়ে গিয়েছ এই ঐতাহাসিক চুক্তির। আজ এই চুক্তিতে সিলমোহর পড়ার পালা। একবার এই চুক্তি হয়ে বড় সাফল্য় পাবে মুক্ত বাণিজ্য নীতি। সবশেষে বিপুল জনসংখ্যার দেশে এই লাভ পাবে ইউরোপীয় ইউনিয়ন ও ভারত। ভারতের জন্য খুলে যাবে প্রায় ২০ ট্রিলিয়ন ইউরোর বিশাল বাজার দীর্ঘ দেড় যুগের অপেক্ষার অবসান কি আসন্ন ? ২০০৭ সাল থেকে ঝুলে…

