ভারত ও ইউরোপীয় ইউনিয়নের চুক্তিতে এই ৪২ স্টকের লাভ, জেনে নিন নাম
India-EU free trade agreement: ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির ফলে উপকৃত হবে দুই দেশের বাজার। যেখানে বাজার বিশেষজ্ঞরা দিচ্ছে দীর্ঘমেয়াদে এই স্টকগুলি কেনার পরামর্শ । এখানে দেওয়া হল সেই স্টকগুলির নাম। কী লাভ উভয় পক্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন এবং আন্তোনিও কোস্টার উপস্থিতিতে নয়াদিল্লিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে এক বছরের মধ্যে উভয় পক্ষের প্রায় ২ বিলিয়ন ডলারের শুল্ক (Tariffs) বিলুপ্ত হবে বলে আশা করা হচ্ছে। এটি ভারত ও ইইউ—উভয়ের অর্থনীতির গতি…


