Food: আশ্বিনে রাঁধে কার্তিকে খায়! সংক্রান্তির আগে জেনে নিন গাড়ুর ডালের সুস্বাদু রেসিপি
Food: আশ্বিনেতে রান্না করে কার্তিকেতে খাওয়া, জানুন এদেশে প্রায় বিলুপ্ত হওয়া পূর্ববঙ্গের গাড়ুর ডালের রেসিপি। পূর্ববঙ্গের জনপ্রিয় গাড়ুর ডাল নদিয়া: আশ্বিনেতে রান্না করে কার্তিকে খাওয়া, জানুন এদেশে প্রায় বিলুপ্ত হওয়া পূর্ববঙ্গের গাড়ুর ডালের রেসিপি। গাড়ুর ডাল সম্পর্কিত একটা প্রবাদ প্রবচলও বাংলায় প্রচলিত রয়েছে। তা হল- আশ্বিনে রাঁধে, কার্তিকে খায়/ যেই বর মাগে, সেই বর পায়। কার্তিক এক সময় ছিল অভাবের মাস। সন্তানরা যাতে ভাল থাকে, তাদের যাতে পুরো বছর ভাল যায় সেই কামনা থাকে এই বিশেষ দিনে। এছাড়াও কার্তিকে…

