পুরুষদের জন্য খুবই সাংঘাতিক! কাজ করুন একটু সতর্ক হয়ে, কোলে ল্যাপটপ রাখা মহাবিপদ
ডেস্কটপের ব্যবহার ক্রমশ কমছে। এখন ল্যাপটপের যুগ। অফিসের কাজ হোক কিংবা বিনোদন, ল্যাপটপই সুবিধাজনক। সবচেয়ে বড় কথা, ব্যাগে ভরে যেখানে খুশি যাওয়াও যায়। ফলে ছাত্রছাত্রীদের মধ্যেও এর জনপ্রিয়তা ব্যাপক। ল্যাপটপ ব্যবহার সুবিধাজনক হলেও সঠিকভাবে ব্যবহার করাটা জরুরী। কারণ টানা চার্জে থাকলে কিংবা একটানা ব্যবহারের ফলে ল্যাপটপ গরম হয়ে যায়। বিশেষজ্ঞরা বলেন, ডিভাইস থেকে উৎপন্ন তাপের কারণে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে। কী কী হতে পারে? তাপের কারণে ফুসকুড়ি কিংবা ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা: ল্যাপটপ দীর্ঘক্ষণ কোলে রেখে কাজ করলে ডিভাইস…