ইয়েমেনে বিদ্যুৎকেন্দ্র, বন্দরে ইজরায়েলি হানা, হাইফায় মিশাইল হেজবোল্লার
তেল আভিভ : উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। হেজবোল্লা প্রধান নাসরাল্লার মৃত্যুর পর লেবাননে লাগাতার বোমাবর্ষণ শুরু করেছে ইজরায়েল। আগেই ইজরায়েলি হামলায় নিহত হয়েছে ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হেজবোল্লার প্রধান সৈয়দ হাসান নাসরাল্লা। এবার প্রাণ গেল হেজবোল্লার গোয়েন্দা বিভাগের প্রধান হাসান খলিল ইয়াসিনেরও। রবিবার ইয়েমেনের বিদ্রোহী শিয়া গোষ্ঠী হুথিদেরর ঘাঁটিতে এলোপাথারি হামলা চালায় ইজরায়েল । টার্গেট করা হয়েছে হুথি নিয়ন্ত্রিত বিদ্যুৎকেন্দ্র ও সমুদ্র বন্দরকে। অন্যদিকে আবার হাইফা এবং উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হেজবোল্লা। এই দাবি করে পোস্ট করেছে IDF (…





