‘পরবর্তী টার্গেট আপনি’, রুশদির হামলার পর খুনের হুমকি জেকে রাওলিংকে!
#নিউ ইয়র্ক: এবার প্রাণনাশের হুমকি পেলেন ‘হ্যারি পটার’ স্রষ্টা, জনপ্রিয় লেখিকা জেকে রাওলিং। সলমন রুশদির উপর হামলার ঘটনার নিন্দা করে ট্যুইট করার পরই তাঁকে খুন করার হুমকি দিয়ে ট্যুইট করা হয়েছে। রাওলিং রুশদির উপর হামলার নিন্দা করে ট্যুইটে লিখেছিলেন, এই ঘটনায় তিনি খুবই অসুস্থ বোধ করছেন। রুশদির আরোগ্য কামনা করছেন তিনি। সেখানেই এক ট্যুইটার ব্যবহারকারী জেকে রাওলিংকে লিখেছে, ‘চিন্তা করবেন না। পরবর্তী লক্ষ্য আপনি।’ ওই ট্যুইটার ব্যবহারকারী শুধু রাওলিংকে প্রাণনাশের হুমকিই না, একইসঙ্গে রুশদির উপর হামলাকারীর প্রশংসাও করেছে। শুক্রবার…


