‘এবার তোমার পালা’, রুশদির পর নিশানায় রাওলিং! খুনের হুমকি পেলেন ‘হ্যারি পটার’ স্রষ্টা
নয়াদিল্লি: হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন সলমন রুশদি (Salman Rushdie)। সেই আবেহই এ বার ‘হ্যারি পটার’ স্রষ্টা জেকে রাওলিংকে (JK Rowling) খুনের হুমকি। রুশদিকে কোপানো নিয়ে ট্যুইটারে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন রাওলিং। তার পরই তাঁকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তাঁর। হুমকি-বার্তার স্ক্রিনশটও সোশ্যল মিডিয়ায় তুেল ধরেছেন তিনি। জেকে রাওলিংকে খুনের হুমকি মেসেজে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাওলিং। তিনি যে স্ক্রিনশট তুলে ধরেছেন, তাতে লেখা রয়েছে, ‘চিন্তা কোরো না। এ বার তোমার পালা।’’ ‘ট্যুইটার সাপোর্ট’ নামাঙ্কিত একটি হ্যান্ডল…

