আদানিদের বিরুদ্ধে কারচুপি-জালিয়াতির অভিযোগ এনেছিল, বন্ধ হয়ে যাচ্ছে সেই Hindenburg Research
নয়াদিল্লি: শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে জালিয়াতি, কারচুপির অভিযোগ এনে সাড়া ফেলে দিয়েছিল তারা। এবার ঝাঁপ বন্ধ হওয়ার পথে আমেরিকার শেয়ার বিশ্লেষণকারী সংস্থা Hindenburg Research-এর। সংস্থার প্রতিষ্ঠাতা নেট অ্যান্ডারসন বুধবার এই ঘোষণা করেছেন। জানিয়েছেন, অল্প সময়ের জন্য হলেও, হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থায় জীবনের সবচেয়ে রোমাঞ্চকর সময় কাটিয়েছেন তিনি। (Hindenburg Research) নেট বলেন, “হাতে যে কাজগুলি জমেছিল, সেগুলি শেষে করেই এই সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা ছিল আমাদের। আজই সেই দিন। আমি হিন্ডেনবার্গ রিসার্চ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” সংস্থার ওয়েবসাইটে এই লেখা পোস্ট…

