দোলের দিন বাইক চালাবেন? ‘এমন’ ভুল করলে কিন্তু খরচ বেড়ে যাবে
অনেকে আবার বন্ধুদেরও বাইকে চাপিয়ে নিয়ে যান। তবে হোলির দিন বন্ধুদের সঙ্গে বাইকে চেপে যদি কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে কয়েকটি ভুল এড়িয়ে চলতেই হবে। নাহলে নিজের বাইকটির জন্য কিন্তু গুনতে হবে প্রচুর জরিমানা। নেশা করে গাড়ি চালানো: হোলির আনন্দে মেতে ওঠার জন্য অনেকেই মদ্যপান করেন। আর মদ্যপান করে গাড়ি কিংবা বাইক চালানো কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। শুধু তা-ই নয়, এভাবে গাড়ি চালালে আশপাশে চলা গাড়ি কিংবা বাইকের আরোহীরাও বিপদে পড়তে পারেন। হেলমেট ছাড়া বাইক চালানো: বাইক অথবা স্কুটার…