গত ১০০ বছরের বেশি সময়েও এত গরম পড়েনি ! রেকর্ড গড়ল এবছরের জুলাই, বলছে NASA
ওয়াশিংটন : গরমের সব রেকর্ড ভেঙে দিয়েছে এই বছরের জুলাই ( July 2023 )। বিশ্বব্যাপী তাপমাত্রার রেকর্ড বলছে জুলাই অন্য যে কোনও মাসের থেকে বেশি গরম ছিল। রেকর্ড ঘেঁটে এমনটাই জানিয়েছে, NASA র Goddard Institute of Space Studies. (GISS)। রেকর্ড বলছে এই বছরের July তে ০.২৪ ডিগ্রি বেশি গরম ছিল অন্য যে কোনও জুলাইয়ের থেকে। এবং এই হিসেব কোনও নির্দিষ্ট দেশের ভিত্তিতে নয়, সারা পৃথিবীর তাপমাত্রার গড় হিসেবের ভিত্তিতে। ১৯৫১ সাল থেকে ১৯৮০ সালের মধ্যে সারা বিশ্বে জুলাই মাসে…