‘ও আমায় খুবই বাজেভাবে মেরেছিল, হৃত্বিকের মুখোমুখি হলে বদলা নেব’, বলছেন টাইগার
ফের জমবে লড়াই। আরও একবার একে অপরের প্রতিপক্ষ হয়ে ধরা দেবেন হৃত্বিকও টাইগার শ্রফ। হৃত্বিক কঠিন প্রতিপক্ষ, তবে এবার তাঁর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান টাইগার। সাফ জানিয়ে দিয়েছেন সেকথা। বলেছেন, সুযোগ এলেই প্রতিশোধ নেবেন। ভাবছেন তো, হৃত্বিকের সঙ্গে টাইগারের ঝগড়া আবার কী নিয়ে? নাহ, এই লড়াইটা বাস্তবের নয়, এই যুদ্ধের নাম War। মানে হিন্দি অ্য়াকশন থ্রিলার War-এর কথা বলছিলাম। ২০১৯-এ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘ওয়ার’ এর অংশ ছিলেন হৃত্বিক ও টাইগার। সেই লড়াইয়ে একে অপরের মুখোমুখি হয়েছিলেন কবীর…