Plane Flies into Storm’s Eye: ধেয়ে আসছে ভয়ংকর ঝড় আর তার ‘আই’য়ের ভিতরে ঢুকে পড়ল আস্ত বিমান! তারপর… সে-এক ভয়াল অভিজ্ঞতা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঝড়ে ফুঁসছে প্রকৃতি। এরই মধ্যে মার্কিন বায়ুসেনার এক বিস্মিত করে দেওয়া ফুটেজ (stunning footage captured by US Air Force crew) মিলেছে। এদের হারিকেন হান্টার বলে (Hurricane Hunters)। বিমানটি সোজা ঝড়ের চোখের মধ্যে ঢুকে পড়ে (directly into the eye of the Category 5 storm)। ১৮৫১ সাল থেকে ঝড়ের যে নথি রাখা হচ্ছে, তার সঙ্গে তুলনা করে দেখা হচ্ছে, কেমন হবে এই ঝড়। ভায়োলেন্ট স্পেকট্যাকল ঝড়ে ফুঁসছে প্রকৃতি। কিন্তু প্রকৃতি-পরিবেশের এই ভয়ংকরতাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে…


