মহাকাশ গবেষণায় আগ্রহ থাকলেও, বেতন দেখেই পিঠটান, ইঞ্জিনিয়ার খুঁজতে হিমশিম খাচ্ছে ISRO
নয়াদিল্লি: চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। তার পর সৌরযানেরও সফল উৎক্ষেপণ হয়েছে। কিন্তু সংস্থার জন্য লোক নিয়োগ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ISRO-কে (ISRO Salary Structure)। দেশের তাবড় IIT থেকে ইঞ্জিনিয়ার নিয়োগ করতে গেলেও, বেতনের কাঠামো দেখে ইঞ্জিনিয়াররা পিছিয়ে যাচ্ছেন। অভিযোগ বা অনুযোগ নয়, ISRO প্রধান এস সোমনাথ খোদ একথা জানালেন। (S Somanath) সম্প্রতি বিষয়টি সামনে এনেছেন ISRO প্রধান সোমনাথ। তিনি বলেন, “আমাদের সবচেয়ে দক্ষ কর্মীরা মূলত ইঞ্জিনিয়ার। সাধারণ IIT থেকেই নিয়োগ করা হয়…