ISRO ছেড়ে IAS অফিসার হতে চেয়েছিলেন, যে কারণে হতাশ হয়ে পড়েছিলেন এস সোমনাথ
বারংবার প্রচেষ্টা সত্ত্বেও, সমুদ্রে মুখ থুবড়ে পড়ছিল রকেটগুলো। মহাকাশ জয়ের যে স্বপ্নটা দেখেছিলেন বর্তমানের ইসরো প্রধান, ধীরে ধীরে তা চোখের সামনেই ম্লান হয়ে যাচ্ছিল। ক্ষুন্ন হচ্ছিল মন। হতাশা ঘিরে ধরছিল তাঁকে। মনে হয়েছিল যে আর থাকবেন না এই মহাকাশ বিজ্ঞানের পেশায়। অন্য কিছু করবেন। যদিও এমন অবস্থার মধ্য দিয়ে বেশিদিন যেতে হয়নি, সহজেই পেরিয়ে গিয়েছিলেন কঠিন পথ। ভারত এখন মহাকাশ অনুসন্ধানের দৌড়ে অনেকটাই এগিয়ে এসেছে। তবে, এই পথটা যে কতটা দুর্গম ছিল ইসরো প্রধান এস সোমনাথের জন্য, সেই গল্পই…







