কৃষ্ণগহ্বরের তত্ত্বতালাশে এবছরই অভিযান, উঁকিঝুঁকি পড়শির ঘরে, সৌরজগতের বাইরেও নজর ISRO-র
নয়াদিল্লি: অনুসন্ধান মিটলে পৃথিবীতে ফিরিয়ে আনার কোনও পরিকল্পনা যদিও ছিল না। কিন্তু ঘুম ভাঙলে চাঁদের বুকে ল্যান্ডার ‘বিক্রম’ এবং রোভার ‘প্রজ্ঞান’ ফের গা ঝাড়া দিয়ে উঠবে বলে ছিল প্রত্যাশা (ISRO News)। আপাতত তার কোনও লক্ষণই চোখে পড়ছে না। হাজার ডাকাডাকি সত্ত্বেও কোনও সাড়াশব্দ নেই তাদের। আরও কিছুদিন তাদের ঘুম ভাঙানোর চেষ্টা চলবে। তবে শুধু সেদিকে তাকিয়ে বসে না থেকে, নতুন অভিযানেরও প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. (Science News) আগামী ৬ অক্টোবর ফের সূর্যাস্ত ঘটছে চাঁদে।…