শান্তিতে ঘুমোচ্ছে ল্যান্ডার বিক্রম, চন্দ্রযান মিশন নিয়ে মুখ খুললেন ইসরোর প্রধান
চন্দ্রযান: এখনও পর্যন্ত তার সাড়া নেই। এদিকে দেশ প্রহর গুনছে অপেক্ষার। চন্দ্রযান মিশনের বিক্রম ল্যান্ডার নিয়ে ইসরোর চিফ এস. সোমনাথ সম্প্রতি তাই বলেন, “বিক্রম ইতিমধ্যেই লুনার ডেতে নিজের কাজ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পালন করেছে। এখন সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। যদি কখনও পরে জেগে উঠতে চায়, তাহলে নিশ্চয়ই উঠবে। ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।” ইসরোর বিজ্ঞানীরা রোলার প্রজ্ঞান এবং ল্যান্ডার বিক্রমের সঙ্গে পুনঃসংযোগ করার চেষ্টা করেছেন। তবে দুটিকেই এখন স্লিপ মোডে রাখা হয়েছে। চন্দ্রযান মিশনের সাফল্যের পরে ইসরোর বিজ্ঞানীরা আরও…

