পশ্চিমি ঝঞ্ঝার চোখ রাঙানি, জোরে জোরে বইবে হাওয়া-বৃষ্টি,আবহাওয়া চরম খামখেয়ালি
IMD Weather Update: ফের নতুন করে তৈরি হয়ে গেছে পশ্চিমি ঝঞ্ঝা (Western Disturbance)৷ শক্তিতে তুলনামূলক দুর্বল এই ঝঞ্ঝা৷ পশ্চিম হিমালয় এলাকায় তৈরি হওয়া এই পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব ফের পড়বে গোটা উত্তর ভারতে৷ ১৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি অবধি কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান এবং মুজফরাবাদে হালকা বৃষ্টি এমনকি নতুন করে তুষারপাতও হবে৷ এমনটাই ওয়েদার আপডেটে পূর্বাভাস দিয়েছে আইএমডি৷