Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Green Card Visa Holders: ‘খ্যাপা’ ট্রাম্পের রোষে এবার গ্রিনকার্ড হোল্ডাররাও, ট্র্যাফিক নিয়ম ভাঙলে কোনও ওয়ার্নিং না দিয়েই দেশছাড়া!
Green Card Visa Holders: ‘খ্যাপা’ ট্রাম্পের রোষে এবার গ্রিনকার্ড হোল্ডাররাও, ট্র্যাফিক নিয়ম ভাঙলে কোনও ওয়ার্নিং না দিয়েই দেশছাড়া!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী গ্রিন কার্ড ও ভিসা হোল্ডারদের জন্য আসছে বড় সতর্কবার্তা। মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে কঠোর ব্যবস্থা নিতে চলেছে মার্কিন সরকার। জানা গিয়েছে, এবার থেকে ‘কোনও শুনানি নয়, কোনও সতর্কবার্তা নয়’— সরাসরি ডিপোর্টেশন হতে পারে অভিযুক্তদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারও আগে একই ধরনের অপরাধ থাকলে এবার সেই রেকর্ডও ডিপোর্টেশনের ক্ষেত্রে বিবেচনা করা হবে। অর্থাৎ, শুধুমাত্র নতুন অপরাধ নয়, অতীতের রেকর্ডও বিদেশি নাগরিকদের ভিসা বা গ্রিন কার্ড বাতিলের কারণ হতে পারে। কঠোর পদক্ষেপের…

Read More