Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
পুতিনের সঙ্গে ভাল সম্পর্ক রেখেও কোয়াড না ছাড়ার অঙ্গীকার ভারতের
পুতিনের সঙ্গে ভাল সম্পর্ক রেখেও কোয়াড না ছাড়ার অঙ্গীকার ভারতের

#নয়াদিল্লি: ভ্লাদিমির পুতিন চাইছেন ভারত যেন আমেরিকার দিকে বেশি ঝুঁকে না পড়ে। কোয়াড সদস্য হিসেবে ভারত থাকুক পছন্দ নয় পুতিনের। এমনকি ভারত চিন সম্পর্ক ঠান্ডা করার ব্যাপারেও মস্কো ভূমিকা রাখতে চায়। সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মস্কো গিয়ে রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টা নিকোলাইন পাট্রুশেভের সঙ্গে বৈঠক করেন। ডোভাল তাঁকে বুঝিয়েছেন, রাশিয়ার অতিরিক্ত চিন-নির্ভরতা ভারতের জন্য প্রবল সমস্যার। দু বছরের বেশি হয়ে গেলও চিনের সঙ্গে সীমান্তে সংঘাত-পরিস্থিতি কাটেনি এবং অনেক চেষ্টা সত্ত্বেও চিনা সেনা পিছু হটছে না। সুতরাং মস্কোর…

Read More