পর পর সাজানো বাতিস্তম্ভ, চলছে গাড়িঘোড়া, প্যাংগং হ্রদের উপর ৪০০ মিটার সেতু ব্যবহারও করছে চিন
নয়াদিল্লি: লাদাখে এখনও চিনের সঙ্গে সীমান্ত সংঘাত অব্যাহত ভারতের। সেই আবহেই কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে ঘিরে উদ্বেগ ছড়াল। কারণ ছবিতে দেখা গিয়েছে, প্যাংগং হ্রদের উপর সেতু নির্মাণের কাজ শুধুমাত্র সম্পূর্ণই করেনি চিন, ওই সেতুর উপর দিয়ে দিব্যি গাড়ি চলাচলও করছে। অর্থাৎ চিন চাইলে অতি অল্প সময়ের মধ্যেই ওই সেতু ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সেনা এবং যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করতে পারে। (India-China Conflict) লাদাখে সীমান্ত সংঘাত চলাকালীনই প্যাংগং হ্রদের উপর চিন সেতুন নির্মাণ করছে বলে ২০২২ সালে প্রথম খবর মেলে।…


