দেশের প্রথম ছবি, যা রিলিজের আগেই ব্যবসা করেছিল ১০০ কোটির !
দক্ষিণী সিনেমার সুপারস্টার মোহনলাল তাঁর বলিষ্ঠ অভিনয়ের জন্য বিখ্যাত। ৬৩ বছর বয়সে এসেও তিনি দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। বড় বড় বাজেটের ছবিতে এখনও অভিনয় করছেন। যা বক্স অফিসে চূড়ান্ত সাফল্য লাভ করছে। ইতিমধ্যেই এক দুর্ধর্ষ রেকর্ডও গড়ে ফেলেছেন দক্ষিণী এই অভিনেতা। সেই রেকর্ড আজ পর্যন্ত কোনও ছবিই ভাঙতে পারেনি। আজ সেই গল্পই শুনে নেওয়া যাক। মোহনলালের রেকর্ডভাঙা এই ছবিটির নাম হল ‘মরক্কর: লায়ন অফ দ্য অ্যারাবিয়ান সি’। এটি দেশের প্রথম ছবি, যা মুক্তির আগেই প্রায় ১০০ কোটি টাকা…