অক্ষয়কুমারকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ, জাদুঘর গুলি কাণ্ডের জের
পার্ক স্ট্রিটে তাঁর বন্দুকের গুলিতে কেঁপে উঠেছিল শনিবারের সন্ধ্যা। তাঁর গুলিতে মৃত্যু হয় সিআইএসএফ–এর এএসআই রঞ্জিতকুমার সারেঙ্গির। গুলিবিদ্ধ হন সুবীর ঘোষ। এই ঘটনায় অক্ষয়কুমার মিশ্রকে ১৪ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। অক্ষয়ের গুলি চালানোর পিছনে কারণ হিসেবে তাঁর দীর্ঘ মানসিক অবসাদের কথা বলা হলেও পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। সেখানেই জানতে চাওয়া হবে প্রকৃত কারণ কী? ঠিক কী ঘটেছিল জাদুঘরে? পুলিশ সূত্রে খবর, শনিবার ভরসন্ধ্যেবেলা ভারতীয় জাদুঘরে সিআইএসএফের ব্যারাকে একে–৪৭ রাইফেল থেকে পরপর ১৫ রাউন্ড গুলি…