দু’জনের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন, কোয়ালিফায়ার ২-এ চাহাল সাফল্য পেতেই উচ্ছ্বাসে ভাসলেন মাহভাশ
আমদাবাদ: অতীতে বারংবার দুইজনকে এক ফ্রেমে দেখা গিয়েছে। দুইজনের সম্পর্কের জোর গুঞ্জনও শোনা গিয়েছে। অবশ্য কেউই এখনও পর্যন্ত এতে সিলমোহর দেননি। তবে বারংবারই একে অপরের পাশে দাঁড়িয়েছেন। আইপিএল কোয়ালিফায়ার ২-এ পঞ্জাব কিংসের হয়ে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra chahal) আজ মাঠে নেমেছেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সেই ম্যাচে মাঠে উপস্থিত রয়েছেন মাহভাশ (RJ Mahvash)। তিন ম্যাচ কব্জির চোটের কারণে মাঠের বাইরে ছিলেন যুজবেন্দ্র চাহাল। তবে অবশেষে দলের মরণ-বাঁচন ম্যাচে মাঠে নেমেছেন চাহাল। এই ম্যাচে নিজের চার ওভারে একটি মাত্র উইকেট পান চাহাল।…


