Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Amitabh Bachchan Birthday: কপালে চন্দনের প্রলেপ, গলায় ফুলের মালা, জন্মদিনে অন্য অবতারে অমিতাভ…
Amitabh Bachchan Birthday: কপালে চন্দনের প্রলেপ, গলায় ফুলের মালা, জন্মদিনে অন্য অবতারে অমিতাভ…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি যেখানে দাঁড়ান, সেখান থেকেই শুরু হয় লাইন। কোনও ‘জঞ্জির’ বা কোনও ‘দিওয়ার’ তাঁর সাফল্যের গতিপথ আটকেতে পারেনি। যে ব্যারিটোন ভয়েসের কারণে তাঁকে শুনতে হয়েছে কটাক্ষ, সেই কন্ঠস্বরই একসময় কাঁপিয়েছে গোটা বিশ্ব। তাঁর সংলাপ আজও ঘোরে লোকের মুখে মুখে, তাঁর ম্যানিরিজম আজও নকল করে তাঁর অনুরাগীরা। যখন সবাই ভেবেছিল তাঁর জমানা শেষ তখনই ফিনিক্স পাখি হয়ে জেগে ওঠেন তিনি। আবারও প্রমাণ করেন বক্স অফিসের ‘ডন’ তিনিই। তিনি বিগ বি অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)। বুধবার তাঁর…

Read More