প্রেমে শুরু, আত্মহত্যায় শেষ! জামালপুরে যুবকের পরিণতিতে প্রেমিকার কী ভয়ঙ্কর রূপ
#পূর্ব বর্ধমান: প্রেমিককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রেমিকা সহ তাঁর বাবা-মা ও দাদার ঠাঁই হল শ্রীঘরে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার কেওটারা গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃত প্রেমিকার নাম সুপর্ণা চট্টোপাধ্যায় ওরফে ফুলু। অপর ধৃতরা হল প্রেমিকার বাবা তাপস চট্টোপাধ্যায়, মা পম্পা চট্টোপাধ্যায় ও দাদা তারকনাথ চট্টোপাধ্যায়। আত্মঘাতী প্রেমিক রাহুল ঘোষের বাবা প্রশান্ত ঘোষের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই জামালপুর থানার পুলিশ তাদের গ্রেফতার করে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ চার ধৃতকেই রবিবার পেশ করে বর্ধমান…