পর পর ১৫০ ভূমিকম্প, আফটারশক ৬০০, কেন জাপানই বার বার ক্ষতবিক্ষত
নয়াদিল্লি: তীব্র ভূমিকম্পে ছিন্নভিন্ন জাপান। বছরের প্রথম দিনই ৭.৬ তীব্রতায় ভূমিকম্পে কেঁপে উঠেছে মাটি। ২৪ ঘণ্টারও কম সময়ে পর পর প্রায় ১৫০ বার কম্পন অনুভূত হয়েছে, তাতেই লন্ডভন্ড হয়ে গিয়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চল। তার পরেও মেলেনি নিস্তার। ভূমিকম্পের পর থেকে এখনও পর্যন্ত ৬০০-রও বেশি আফটারশক অনুভূত হয়েছে সেখানে। এর আগে, আইসল্যান্ডেও ১৪ ঘণ্টায় পর পর ৮০০ বার মাটি কাঁপার নজির রয়েছে। কিন্তু এত কম সময়ের মধ্যে এত বার ভূমিকম্পের কারণ কী? এর সম্ভাব্য কারণ জানিয়েছেন বিশেষজ্ঞরা। (Japan Earthquakes in…