‘গালি দিলেই মারব’, বজরং দলের হুমকি, জয় শ্রীরাম ধ্বনিতে বাতিল এমসি স্ট্যানের শো
দেশ জুড়ে ‘হিপ হপ’ সংস্কৃতি ছড়াচ্ছেন, যুব সমাজকে নষ্ট করছেন। এমনই অভিযোগ বজরং দলের তোপের মুখে পড়লেন বিগ বস-১৬ জয়ী র্যাপার এমসি স্ট্যান। বজরং দলের হুমকির মুখে বাতির হল বিগ বস জয়ী এমসি স্ট্যানের শো। তাঁর বদলে মঞ্চে উঠে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুললেন বজরং দলের সদস্যরা। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ভিডিয়োতে বজরং দলের সদস্যদের রীতিমত হুমকি দিতে দেখা যাচ্ছে র্যাপার এমসি স্ট্যান। বলতে শোনা যাচ্ছে, ‘গানের মাধ্যমে যেখানে গালিগালাজ করবেন, সেখানেই গিয়ে মেরে আসব, ওকে বলুন সাহস…