মা হারা জুহিকে সামলেছিলেন শাহরুখ, এখনও মনে রেখেছেন অভিনেত্রী!
শাহরুখ খান এবং জুহি চাওলা বহুদিনের বন্ধু। আজও তাঁরা সমস্ত ওঠা পড়ায় একে অন্যের পাশে থাকেন। বন্ধুত্বের একেবারে শুরু থেকেই যদিও তাঁরা সমস্ত ভালো মন্দে একে অন্যের পাশে থেকেছে ঢাল হয়ে। কিন্তু জানেন কি অভিনেত্রী যখন তাঁর মাকে হারান তখন তাঁকে কিং খানই আগলে রেখেছিলেন? সম্প্রতি এই বিষয়ে খোলসা করে কী জানালেন জুহি? শাহরুখের প্রসঙ্গে কী বললেন জুহি? রাজীব মসন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে জুহি চাওলা জানিয়েছেন যে শাহরুখ কীভাবে তাঁর জীবনের সব থেকে কঠিন সময়ে পাশে ছিলেন। ডুপ্লিকেট ছবির…



