Bollywood Gossip: বউ তো নয় যেন নাতনি! ২৯ বছরের ছোট স্ত্রীকে নিয়ে গোয়ার বিচে সোহাগ কবীর বেদীর, দিলেন সুরায় চুমুক, রইল ছবি
কবীর বেদী সিনেমার জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁর সিনেমা যেমন চর্চিত তেমনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রচুর আলোচনা হয়৷ প্রবীণ অভিনেতা কবীর বেদী সম্প্রতি তাঁর স্ত্রী পারভীন দুসাঞ্জের সঙ্গে ১০তম বিবাহবার্ষিকী পালন করেন৷ ২০ বছরের একসাথে থাকা এবং কবিরের ৮০তম জন্মদিন উদযাপন করেছেন গোয়ার একটি শান্ত সমুদ্র সৈকতে। একটি পোস্টে তিনি লিখেছেন, “আমরা আমাদের ১০তম বিবাহবার্ষিকী, ২০ বছরের একসাথে থাকা এবং জন্মদিন উদযাপন করেছি। আমরা সবুজ তালগাছ এবং সুন্দর ঢেউয়ের সাথে সময় কাটাচ্ছি। স্মৃতিচারণ, প্রতিফলন এবং পুনরুজ্জীবিত করার সময়।…


