হাসপাতালে জায়গা নেই, মিলছে না এক ফোঁটা জলও! লিবিয়ায় শুধুই মৃতদেহের সারি
লিবিয়া: লিবিয়ার ডারনা যেন মৃত্যুপুরী। শহর জুড়ে জমা জল, কাদা, ধসে যাওয়া বাড়ি-ঘর চারিদিকে লাশের স্তূপ। ডারনার একদিকে পাহাড় অন্যদিকে ভূমধ্যসাগর আর তার মাঝেই এখন মৃত্যু উপত্যকা এই শহর। বন্যার কবলে গত তিন দিনে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবে ৫৩০০ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ প্রায় ১০ হাজারেরও বেশি। গত ৪ সেপ্টেম্বর গ্রিসের উপকূলে ভূমধ্যসাগরের উপর তৈরি হয়েছিল সামুদ্রিক ঝড় ‘ড্যানিয়েল’। এর জেরে গ্রিসে প্রবল বৃষ্টি শুরু হয়। ৫ ও ৬ সেপ্টেম্বর রেকর্ড বৃষ্টি হয়। এর পরেই গত রবিবার ঝড় আছড়ে…