ভারতীয় দলের ভবিষ্যৎ স্পিডস্টার বেড়ে উঠছে বসিরহাটে!
উত্তর ২৪ পরগনা: বসিরহাটের রোহিত মণ্ডল কি ভারতীয় দলের ভবিষ্যৎ স্পিডস্টার? ১৫ বছর বয়সেই ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে ঝড় তুলছে সে। রোহিতের স্বপ্ন ভারতীয় দলে খেলা। বসিরহাটের বাদুড়িয়ার কানুপুর গ্রামে বাড়ি রোহিত মণ্ডলের। বাবা মহাসিন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি, মা মমতাজ বিবি অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। রুটি-রুজির টানে বাবা-মা দু’জনেই দিল্লিতে পরীযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। নুন আনতে পান্তা ফুরোয় পরিবারের। পাঁচ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে দিল্লিতে গিয়েছিল রোহিত। সেখানে ক্রিকেট খেলা দেখে তার ভালবাসায় পড়ে যায় রোহিত। এভাবেই…