Covid In China: একদিনেই আক্রান্ত ১৫ হাজার! করোনার চোখরাঙানিতে ফের লকডাউন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা-সংক্রমণ। শীতের শুরুতেই সেখানে করোনাচিত্র ক্রমশ বড় আকার ধারণ করছে। আর তারই হাত ধরে সেখানে নতুন করে লকডাউনের আশঙ্কা। অবশ্য আশঙ্কা সত্য করে চিনের কিছু কিছু প্রদেশে এখনই ঘোষণা করে দেওয়া হয়েছে লকডাউন। চিনে একদিনে প্রায় ১৫ হাজার করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে! করোনার হাত থেকে চিনের রেহাই মিলছে না কোনও ভাবেই। চিনে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৪,৮৭৮ জন; এঁদের মধ্যে ১,৭১১ জন সিম্পটোম্যাটিক, ১৩,১৬৭ জন আসিম্পটোম্যাটিক। বেজিংয়ের সংক্রমণ নিয়েও…