২৭ ঘণ্টায় তিন নাশকতা, ট্রাম্প-মাস্ককেই কি বার্তা! ‘বিপজ্জনক’ বলছেন কূটনীতিকরা
ওয়াশিংটন: নির্বাচন মিটে গেলেও ক্ষমতার হস্তান্তর এখনও হয়নি। তার আগেই পর পর হামলায় রক্তাক্ত আমেরিকা। নতুন বছরে পা রাখার পর সবে ২৭ ঘণ্টা কেটেছে। আর তার মধ্যেই তিন-তিনটি নাশকতার ঘটনা ঘটল সেখানে। প্রথমে আপত্তি থাকলেও, পর পর নাশকতার এই ঘটনাকে নাশকতা হামলাই বলছে আমেরিকা। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তিন-তিনটি হামলা নেহাত কাকতালীয় না কি, এর নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র, উঠছে প্রশ্ন। বছরের শুরুতেই এমন ঘটনা আমেরিকার জন্য ভাল খবর নয় বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। (Attacks on US…

