আরও একবার পর্দায় ফিরছেন ‘শক্তিমান’ মুকেশ খান্না, তবে এবার নতুন রূপে…
পর্দায় ফিরছেন একসময়ের জনপ্রিয় ‘শক্তিমান’। নাহ, এবার আর তিনি ‘শক্তিমান’ নন, এবার তিনি একজন অবসরপ্রাপ্ত RAW অফিসার ‘মার্শাল’। এর আগে জানা গিয়েছিল ‘মার্শাল’কে তিনি সিনেমার পর্দা নয়, ওয়েব শোর মাধ্য়মে পর্দায় আনার পরিকল্পনা করেছেন। মুকেশ খান্না জানিয়েছিলেন, ‘কোভিড ও পরবর্তী সময়ে দেখেছি OTT শোগুলি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।’ আমি খেয়াল করেছি দর্শক এখন যেমন টিভি দেখতে পছন্দ করেন তেমনই তাঁরা OTT-তেও বিভিন্ন বিষয়বস্তু দেখতেও পছন্দ করেন। আমার প্রজেক্ট মার্শাল একজন অবসরপ্রাপ্ত RAW অফিসারের গল্প। গল্পটি ৮-১০ পর্বের উপরে বলা হবে।…