‘যত বড় তারকাই হোন…’! রণবীর সিংহ হবেন ‘শক্তিমান’? খোলসা করলেন মুকেশ খান্না
নয়াদিল্লি: ‘শক্তিমান’ (Shaktimaan) কি এবার রণবীর সিংহ (Ranveer Singh)? এই গুঞ্জন এখন বলিউডের সর্বত্র। সুপারহিট টিভি শো ‘শক্তিমান’ খ্যাত অভিনেতা মুকেশ খান্না (Mukesh Khanna) যবে থেকে ঘোষণা করেছেন এই সুপারহিরোর ওপর তিনি তিনটি ফিল্মের একটি সিরিজ বানাবেন সেই থেকে রণবীর সিংহের নামই লোকমুখে শোনা যাচ্ছে। কিন্তু সত্যিই কি তাই? এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মুকেশ খান্না নিজেই। কী বললেন তিনি? ‘শক্তিমান’ চরিত্রে দেখা যাবে রণবীর সিংহকে? কী বললেন মুকেশ খান্না? রণবীর সিংহ ‘শক্তিমান’ হচ্ছেন কি না সেই মুকেশ খান্না…