শীত পড়লেই পিরিয়ডের এই ৫ সমস্যা বাড়ে কেন? জানালেন চিকিৎসক
কলকাতা : শীতকাল এলেই সর্দি, কাশির মতো নানা সমস্যা লেগে থাকে। তবে মহিলাদের ক্ষেত্রে এই সময়টা আরও কষ্টের। কারণটা হল ঋতুস্রাব (period)। শীতকালে বেশ কয়েকটি শারীরিক পরিবর্তন হয়। তার ফলে এই মরসুমে ঋতুস্রাবজনিত সমস্যা বেড়ে যায়। সেই সমস্যাগুলি কী কী? এই বিষয়ে এবিপি লাইভের সঙ্গে বিশদে আলোচনা করলেন আইএলএস হাসপাতালের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অংশু আগরওয়াল। শীতকালে পিরিয়ডের ৫ সমস্যা (five common period issues during winter) শীতকালে পিরিয়ডে মূলত পাঁচটি সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলিই এবিপি লাইভকে বিশদে জানালেন…