Nusrat Jahan-Mika Singh: ‘প্রথম MP, যে এত ফিট’, মিকার সঙ্গে উদ্দাম নাচ নুসরতের…
Mika Singh, Nusrat Jahan, বিমল বসু: বৃহস্পতিবার ছিল বসিরহাট কলেজের নবীন বরণ উৎসব। সেই অনুষ্ঠান গানে গানে মাতিয়ে দিলেন মিকা সিং। সেখানে হাজির ছিলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। নুসরতকে দেখে মিকা বলেন, ‘প্রথম এমপি, যে এত ফিট!’ এরপরই অভিনেত্রী সাংসদকে মঞ্চে ডেকে ভাংরা শেখান সংগীতশিল্পী। তারপরেই মঞ্চে ঝড় তোলেন মিকা ও সঙ্গে নুসরত। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। নুসরত নিজেও শেয়ার করেছেন সেই অনুষ্ঠানের কিছু অংশ। বসিরহাট কলেজের ৭৫ তম বর্ষে নবীন বরণ উৎসবে মাতলেন স্থানীয় সাংসদ তথা…