‘১০ জনকে নিয়ে মাঠে নামতাম’, পৃথ্বী শর বিজয় হাজারে থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক MCA আধিকারিক
নয়াদিল্লি: পৃথ্বী শয়ের (Prithvi Shaw) সাম্প্রতিক সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। বারংবার সমালোচনায় বিদ্ধ হচ্ছেন, ফর্মও নেই। এরই মাঝে আসন্ন বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের দল থেকে বাদ পড়েছেন তরুণ টপ অর্ডার ব্যাটার। এবার তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুম্বই ক্রিকেট সংস্থার এক আধিকারিক। পৃথ্বীর নিয়মানুবর্তিতা, ফিটনেস নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। সেই বিষয়টাই তুলে ধরে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক দাবি করেন পৃথ্বীকে দলের ফিল্ডিংয়ের সময় কার্যত লুকিয়ে রাখতে হত। তিনি বলেন, ‘সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তো আমরা ১০ নিয়ে…