‘১০ জনকে নিয়ে মাঠে নামতাম’, পৃথ্বী শর বিজয় হাজারে থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক MCA আধিকারিক

‘১০ জনকে নিয়ে মাঠে নামতাম’, পৃথ্বী শর বিজয় হাজারে থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক MCA আধিকারিক

নয়াদিল্লি: পৃথ্বী শয়ের (Prithvi Shaw) সাম্প্রতিক সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। বারংবার সমালোচনায় বিদ্ধ হচ্ছেন, ফর্মও নেই। এরই মাঝে আসন্ন বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের দল থেকে বাদ পড়েছেন তরুণ টপ অর্ডার ব্যাটার। এবার তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুম্বই ক্রিকেট সংস্থার এক আধিকারিক।

পৃথ্বীর নিয়মানুবর্তিতা, ফিটনেস নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। সেই বিষয়টাই তুলে ধরে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক দাবি করেন পৃথ্বীকে দলের ফিল্ডিংয়ের সময় কার্যত লুকিয়ে রাখতে হত। তিনি বলেন, ‘সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তো আমরা ১০ নিয়ে খেলছিলাম। আমাদের তে মাঠে পৃথ্বীকে লুকিয়ে রাখতে হত। ওর পাশ দিয়ে বল চলে গেলেও ধরতে পারত না। ব্যাটিংয়ের সময়ও তো ওর বলের কাছে পৌঁছতে সমস্যা হচ্ছিল। ওর ফিটনেস, নিয়মানুবর্তিতা খুবই খারাপ। আর বিষয়টা খুব সহজ, ভিন্ন ভিন্ন ক্রিকেটারের জন্য আলাদা নিয়ম তৈরি করতে পারি না আমরা। দলের সিনিয়ররা পর্যন্ত ওর আচরণে বিরক্তি প্রকাশ করতে শুরু করেছে।’

মুম্বইয়ের বিজয় হাজারে ট্রফির দল থেকে বাদ পড়ে পৃথ্বী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তিনি লেখেন,’হে ঈশ্বর আমায় আর কী করতে হবে… ৬৫ ইনিংসে ৫৫.৭ গড় ও ১২৬-র স্ট্রাইক রেটে ৩৩৯৯ রানও যথেষ্ট নয়! তবে আমি আপনার ওপর আস্থা হারাব না এবং আশা করব লোকজন আমার ওপর ভরসা রাখবে। আমি ফিরে তো আসবই, এটুকু নিশ্চিত…’।

তবে এহেন সোশ্যাল মিডিয়া পোস্ট করে যে বেশি কিছু লাভ হবে না, সেকথাও কিন্তু ওই আধিকারিক স্পষ্ট করে দেন। ‘যদি এমন পোস্ট করে মনে কর যে তাতে মুম্বইয়ের নির্বাচক বা এমসিএ-র ওপর কোনও প্রভাব পড়বে, তাহলে ও ভুল ভাবছে।’ দাবি ওই আধিকারিকের।

মুম্বই চ্যাম্পিয়ন হওয়ার পর পৃথ্বীকে নিয়ে প্রশ্ন করা হলে শ্রেয়স বলেন, ‘আমরা কাউকে বেবিসিট করে রাখছি না দলে। প্রত্যেক পেশাদার ক্রিকেটার যারা এই পর্যায়ে ক্রিকেট খেলছে, তাদের এখানে টিকে থাকতে কী করত হবে, সেই বিষয়ে অবগত থাকা উচিক। পৃথ্বী আগেও পারফর্ম করেছে। আগেও খারাপ পরিস্থিতি থেকে উঠে এসেছে। আমার মনে হয় ওর নিজের নিজেকে প্রশ্ন করা উচিত। নিজের ভুলগুলো নিজের চোখ দিয়েই দেখা উচিত। কী করতে হবে, সেই উত্তর ওকেই বের করে নিতে হবে। পৃথ্বীর নিজের নিয়মানুবর্তিতার দিকে লক্ষ্য রাখতে হবে। যদিও তা একবার বদলে দিতে পারে, তাহলেই আবার জাতীয় দলে ফিরে আসতে পারবে।’ সবমিলিয়ে পৃথ্বীর কেরিয়ার নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য।

(Feed Source: abplive.com)