Girija Oak: ‘একঘণ্টার জন্য কত নেবে?’, AI-বিকৃত ছবির পর অনলাইনে একের পর এক অশ্লীল মেসেজে ক্ষুব্ধ গিরিজা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন মারাঠি ও হিন্দি সিনেমার পরিচিত মুখ অভিনেত্রী গিরিজা ওক। নীল শাড়িতে তাঁর ছবি ছড়িয়েছে ঝড়ের গতিতে। কেউ তাঁকে ভারতের ‘সিডনি সুইনি’ (Sydney Sweeney) বলছেন, তো কেউ বা ‘মনিকা বেলুচি’ (Monica Bellucci)-এর সঙ্গে তুলনা টেনেছেন। রাতারাতি তিনি হয়ে ওঠেন জাতীয় ক্রাশ। তবে, এই প্রশংসার পাশেই ঘটেছে এক অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা— কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দ্বারা বিকৃত অশ্লীল ছবি ছড়িয়ে পড়ে। এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী, এবং জানিয়েছেন অনলাইনে পুরুষদের…

)