ম্যাকয়ের বিধ্বংসী বোলিংয়ে অলআউট ভারত, ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
সেন্ট কিটস: রেকর্ড গড়ার সুযোগ থাকলেও ওবেড ম্যাকয়ের দুরন্ত বোলিংয়ের দাপটে ইতিহাস ছোঁয়া থেকে একটু দূরেই থামতে হল ভারতকে। ওয়ার্নার পার্কে দ্বিতীয় টি-২০ ম্যাচে রোহিত ব্রিগেডকে একাই উড়িয়ে দিলেন ওবেড ম্যাকয়। টস জিতে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ব্যাট করতে পাঠায় ভারতকে। যদিও শুরুটা মোটেও ভাল হয়নি টিম ব্লু-এর। ওপেন করতে নেমেছিলেন রোহিত এবং সূর্যকুমার যাদব। ম্যাকয়ের প্রথম বলেই আকিল হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ক্যাপ্টেন রোহিত। এরপর ছয় মেরে শুরু করলেও ১৭ রানের মাথায় ম্যাকয়ের বলে আউট হন সূর্যকুমার…